এন্ড্রয়েড মোবাইল কে বানিয়ে ফেলুন iPhone 

আমাদের সবার কাছে এন্ড্রয়েড মোবাইল সহজলভ্য হলেও আইফোন কিন্তু সহজলভ্য না। কারন এন্ড্রয়েড মোবাইল থেকে একটি দাম অনেক বেশী।
কিন্তু যাইহোক আমরা কিন্তু আজকে ঘিয়ের স্বাধ কিন্তু দুধ দিয়ে মিটানোর চেষ্টা করবো।আমরা সবাই জানি iOS স্টোর থেকে এন্ড্রয়েড এর অ্যাপ স্টোর অনেক বেশী শক্তিশালী। আমরা একটা যে কোন বিষয়ের উপর এপস পাওয়া অনেক সহজ।
মোবাইল কে বানিয়ে ফেলুন iPhone
তেমনি ভাবে একটি দারুন এন্ড্রয়েড থিম দিয়ে খুব সহজে আপনার এন্ড্রয়েড মোবাইলকে আইফোন ৫ এর মতো করে ফেলতে পারবেন।থিমটি এমন ভাবে বানানো হয়েছে যাতে আপনার এন্ড্রয়েড মোবাইলটিকে আইফোনের মত লাগে।
কিভাবে করবেন চিন্তা করতেছেন?
খুব সহজ আপনি থিমটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। তার পর থিমটি একটিভ করে নিন। তারপরই দেখবেন আসল চমক। আপনার মোবাইল পরিণত হয়েছে আইফোন ৫ এর মত। এমনকি আপনার আগের থিমটি বা সিস্টেমটিও বিদ্যমান থাকবে। আপনাদের এতক্ষন যে থিমটির কথা বলেছি সেটা হচ্ছে iOS 7 Launcher Retina iPhone 5।
যাই হোক আপনারা এটা সরাসরি মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করে নিতে হবে কারন এটা এন্ড্রয়েড প্লে স্টোরে নেই আগে ছিলও।হয়তো গুগুল মামার কাছে বিষয়টা ভালো লাগে নাই তাই সরায়া দিছে স্টোর থেকে।কিন্তু প্রযুক্তি কি আর থেমে থাকে একটা উপায় না হয় একটা বের হয়ে যায়।
সরাসরি ডাউনলোড করে নিন এই এখান থেকে

0 comments :

Post a Comment

সফিক গ্রাফিক্স
মেলান্দহ বাজার, জামালপুর।

 
How to Lose Weight at Home Top