আজকে আপনাদের এমন একটি সফটওয়্যারের কথা বলবো যা দিয়ে আপনি একাই অথবা আপনার এক-দুই বন্ধুকে নিয়েই সহজেই 3D CGI অ্যানিমেসন মুভি বানাতে পারবেন তাও আবার DremWorks ,Pixar ,Disnep এর মতো । এখন আপনাদের মনে প্রশ্ন আসতে তাহলে এরা এতো টাকা খরজ করে কষ্ট করে মুভি বানায় কেন ? এই সফটওয়্যারে ব্যাবহার করলেই হয় । আসলে তারা তাদের প্রত্যেক মুভিতে নতুন ক্যারেকটার , মোশন , স্টেজ , ভিজুয়াল ইফেক্ট ইত্যাদি ব্যাবহার করে যা অনেক সময় সাপেক্ষ । কিন্তু Reallusion IClone 5.5 বা 6 দিয়ে আপনি সহজেই যে কোন অ্যানিমেসন মুভি বানাতে পারবেন তাও আবার কোন প্রোগ্রামিং না জেনে । শুনে অবাক হলেও এটা ১০০% সত্যি ।কারন IClone সফটওয়্যারে ক্যারেকটার , মোশন , স্টেজ , ভিজুয়াল ইফেক্ট আগে থেকেই দেয়া আছে । আপনার ইচ্ছা মতো সব সাজিয়ে Export এ ক্লিক করলেই আপনার অ্যানিমেসন মুভি তৈরি । আর মজার ব্যাপার হলও আপনার একটি মুখের ছবি থাকলেই আপনি নিজের অ্যানিমেসন মুভির ক্যারেকটার হয়ে জেতে পারবেন ।
ic6_indigo
IClone সফটওয়্যারটি কিন্তু ফ্রী নয় । তবে আমি আপনাদের নিরাশ করবোনা । যদিও সফটওয়্যারটির দাম প্রায় ৩০০০০ হাজার টাকা আমি আপনাদের এটি ফ্রীতে দিবো ।আগামীতে IClone নিয়ে আর লেখব,আজ এ পর্যন্তই । পোস্তটি কেমন লাগলো জানাবেন । আর দয়া করে পোস্টস্টি কপি-পেস্ট করবেন না তবে শেয়ার করতে পারেন ।
ডাউলোড লিঙ্ক : Reallusion IClone 5.5

0 comments :

Post a Comment

সফিক গ্রাফিক্স
মেলান্দহ বাজার, জামালপুর।

 
How to Lose Weight at Home Top