হোস্টিং ছাড়াই তৈরি করে নিন সাবডোমেন এবং ব্লগে যোগ করে ফেলুন সেই ডোমেইনটি!! (টিউটোরিয়াল)
আসসালামু
আলাইকুম ব্লগার ভাইরা। কেমন আছেন? আজকের টিউটোরিয়ালটির দেখার পরে অবশ্যই
আপনার মন ভাল হয়ে যাবে :)!! আমরা বাঙ্গালি, অল্প খরচে অনেক কিছু পেতে চাই
তাই না? হুম, আমিও চাই। আজকে আমি দেখাবো কিভাবে একটি সাবডোমেন তৈরি করতে হয়
কোন রকম হোস্টিং না কিনে এবং সেই সাবডোমেনটি আপনার ব্লগেও ব্যবহার করতে
পারবেন। কিন্তু সাবডোমেন ডোমেইন নাম দিয়া কী করুম? আচ্ছা বুঝাইয়া দিতাছি কী
করবেন। দুরুন আপনি একটি ব্লগার উইডগেট বা কোন এইচটিএমএল এবং সিএসএস কোড
শেয়ার করবেন আপনার ব্লগে এবং আপনি সেই উইডগেটটির ডেমো দেখাটে চান আপনার
ভিসিটর দের। এখন আপনি করবেন? কি করার আছে আর নতুন একটি ব্লগ খুলবেন। এবং
সেই ব্লগার এড্রেস দিলেন demo11111111111.blogspot.com। আর এই টি যদি
demo.yourdomain.com এমন হয় তাহলে কেমন হবে? হ্যাঁ, একটু প্রফেশনাল ভাব
আসবে আপনার ব্লগে। তাহলে আর দেরি কেন চলুন কাজে লেগে যাই……
সাবডোমেন তৈরি করবেন যেভাবে
- প্রথমে আপনার ডোমেইনের কন্ট্রোল প্যানেলে যান।
- সেখান থেকে Manage DNS এ যান।
- এর পর নিচের দুটি CNAME Record অ্যাড করে দিন আপনার ব্লগে
Host Name | Record Type | Address |
---|---|---|
www.your subdomain name | CNAME | ghs.google.com |
demo | CNAME | ghs.google.com |
- বুঝতে সমস্যা হলে নিচের ছবিটা দেখেন।
- সব ঠিক ঠাক হলে ১ ঘণ্টা পর আপনার ব্লগারে অ্যাড করে দিবেন সাবডোমেনটি। তারপর ভিসিট করে দেখেন অবশ্যই কাজ করবে। আর না হলে আমি তো আছিই নও সমস্যা!! জাস্ট একটা মন্তব্য করে দিবেন।
0 comments :
Post a Comment
সফিক গ্রাফিক্স
মেলান্দহ বাজার, জামালপুর।