নিয়ে নিন ২৫০+ পোর্টেবল সফটওয়্যার 

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও ভাল আছি। অনেক দিন পরে আজকে টিউন লিখলাম :) আসলে লিখবো লিখবো করে লিখা হয়না টিউন।তবে চিন্তা করছি এইবার আপনাদের জন্য ইলেক্ট্রনিক্স এর উপরে ধারাবাহিক পোস্ট লিখা শুরু করবো।
সময় করে এই পোস্টটি একটু পরুন- “আপনার পুরনো বইগুলো একজন দরিদ্র ছাত্রছাত্রীকে দান করুন”
আপনার দান করা করা বইগুলো দিয়ে একটি দরিদ্র সন্তানের ভবিষ্যত গড়ে উঠতে পারে।যে কোন শ্রেণীর আপনার পুরনো বইগুলো আমাদের জমাদিন আমরা পৌঁছে দিব সেই সকল মেধাবী দরিদ্র সন্তানের কাছে। প্রতি বছর আমাদের কিছু দরিদ্র ভাই-বোন বই এর অভাবে নানান কষ্টের সম্মুখীন হয়ে থাকে। হয়ত বই কেনার সামর্থ্য নেই অথবা সামর্থ্য যোগান দিতে বেশ হিমশিম খেতে হয়। তাই আমরা এমন একটি লাইব্রেরী তৈরি করছি যেখানে আপনিও পারেন নিজের ধুলেপরা, ঝরাজীর্ণ পুরনো বইগুলো সেই সকল দরিদ্র শিশুদের উপহার দিতে। আমরা বিনামুল্যে সেই সকল বইগুলো পৌঁছে দিব আমাদের কিছু দরিদ্র ভাই-বোনের কাছে। যে কোন শ্রেণীর বই আমাদের জমা দিয়ে এই সুন্দর উদ্যোগটি সফল করুন। হয়ত আপনি পুরনো বইগুলো বিক্রি করতে পারবেন কিন্তু ভেবে দেখুন একজন শিক্ষার্থী যখন আপনার দেয়া বইগুলো পড়ে একদিন বড় হবে সেদিন তার অন্তরের দোয়া টুকু আপনার পরকালে অবশ্যই কাজে আসতে পারে।আরো বিস্তারিত জানুন- http://www.tunerpage.com/archives/104685
আসুন কাজের কথাইয় আসি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ২৫০+ পোর্টেবল সফটওয়্যার।এইখানে রয়েছে গ্রাফিক্স, ইন্টারনেট, প্রগ্রামিং, চেটিং ইউটিলিটি সফটওয়্যার সহ বিভিন্ন ধরনের সফটওয়্যার। নিচের ছবি গুলো দেখুন এবং আপনার পছন্দের পোর্টেবল সফটওয়্যারটি বেছেনিন।

Accessibility


Development


Education


Games


Graphics & Pictures


Internet


Music & Video


Office


Security


Utilities


0 comments :

Post a Comment

সফিক গ্রাফিক্স
মেলান্দহ বাজার, জামালপুর।

 
How to Lose Weight at Home Top