নিয়ে নিন .com $3+ এবং .asia ফ্রি
ব্যবসায়ের প্রচারের জন্য মানুষ অনেক ধরনের পলিসি গ্রহন করে। যাদের স্বল্পমেয়াদি চিন্তা-ভাবনা, তারা খুঁজে বেড়ায় কিভাবে অল্পতেই বেশি লাভ করা যায়। আর যাদের দীর্ঘমেয়াদি চিন্তা, তারা ভাবে কিভাবে কম লাভে আরো বেশি গ্রাহককে আয়ত্বে আনা যায়। এখানেও তাই।
.asia ডোমেইন ফ্রি দিচ্ছে আরো বেশি বেশি গ্রাহককে কাছে আনার জন্য। সাধারণত এধরনের ব্যবসায়েও গ্রাহক ছুটে যায় না। তাই যত বেশি গ্রাহক, তত বেশি লাভ।
প্রথমে crazy domains এর এড্রেসে যান।
সার্চ বক্সে ডোমেইন নাম লিখুন এবং পছন্দমত এক্সটেনশন (.com অথবা .asia) সিলেক্ট করুন। সার্চ ক্লিক করুন।

এবার টিক চিহ্ন দিয়ে(সাধারনত দেয়া থাকে) এক বা একাধিক সিলেক্ট করে add to cart ক্লিক করুন।

আরেকটা পেজ আসবে। এখানে register selected ক্লিক করুন।

এবার নতুন পেজ আসবে। এখানে আগের একাউন্ট থাকলে বাম পাশ থেকে লগিন করুন। আর না থাকলে ডান পাশে রেজিস্ট্রেশন ফরম পূরণ করে continue order ক্লিক করুন।
এর পরের ধাপে পেমেন্ট করে ডোমেইন নিয়ে নিন।
বর্তমানে শুধু পেপাল সাপোর্ট করে।
আর মনে রাখবেন, পরবর্তী বছর থেকে রিনিউ করতে হবে .com ১০ ডলারে এবং .asia ২৪ ডলারে।
0 comments :
Post a Comment
সফিক গ্রাফিক্স
মেলান্দহ বাজার, জামালপুর।