অ্যান্ড্রয়েড ফোনেই মাইক্রোসফটের সব অ্যাপ!

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের এক খবরে বলা হয়েছে, গুগলের বিরুদ্ধে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে মাইক্রোসফট তাদের সফটওয়্যার তরবারিতে শান দিচ্ছে। মাইক্রোসফটের উৎপাদনমুখী ও যোগাযোগের অ্যাপ যেমন স্কাইপ, ওয়ার্ড প্রভৃতি অ্যান্ড্রয়েড ফোনে প্রি-ইনস্টল করা থাকবে। অ্যান্ড্রয়েড ফোনের হোম স্ক্রিন থেকেই এই অ্যাপগুলো ব্যবহার করা যাবে। গতকাল মাইক্রোসফট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে,
স্থানীয়ভাবে ডিভাইস তৈরি করে এমন ছোট-খাটো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে
চুক্তি করেছে মাইক্রোসফট। এই চুক্তির ফলে মাইক্রোসফটের তৈরি অ্যাপের গ্রাহক
ও ব্যবসায়িক সংস্করণের ব্যবহার বাড়বে এবং প্রতিষ্ঠানগুলোকে সফটওয়্যার
বান্ডল কেনার ও বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করার সুযোগ করে দেবে। এ ছাড়াও
মাইক্রোসফটের অ্যাপ অ্যান্ড্রয়েডে সহজলভ্য হলে অন্য বিনা মূল্যের অ্যাপের
দিকে মানুষ ঝুঁকবে না।
মাইক্রোসফটের ব্যবসা উন্নয়ন বিভাগের
কর্মকর্তা পেগি জনসন বলেন, ‘মাইক্রোসফটের মোবাইল-ফার্স্ট, ক্লাউড-ফার্স্ট
ভিশনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা প্রমাণ করেছি যে, আমাদের
নিজেদের প্ল্যাটফর্মের বাইরে গ্রাহকদের কথা ভাবতে আমরা ভয় করিনি এবং আমাদের
নতুন করে প্রস্তুত করতেও দ্বিধা করিনি।’
0 comments :
Post a Comment
সফিক গ্রাফিক্স
মেলান্দহ বাজার, জামালপুর।