লুফে নিন উইন্ডোজ সেভেন এবং ম্যাক সম্বলিত অপারেটিং সিস্টেম অরেঞ্জ বর্নের! 

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর সারাক্ষন সবাই ভাল থাকুন এটাই কামনা করছি। মাঝে মাঝে কিছু না কিছু নিয়ে লিখতে চেষ্টা করি তাই আজও একটা টিউন নিয়ে বসে পড়লাম। শিরোনাম দেখে অনেকেই হতবাক হচ্ছেন। আমিও কিছুটা হতবাক হয়েছিলা। এটা ৬৪ বিটের অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আসুন এক ঝলক কিছু স্ক্রিন পিকচার দেখে আছি

















দেখতে তো অনেকের কাছে সুন্দর লাগছে। তো নিয়ে নিন আপনার পিসির জন্য এই অপারেটিং সিস্টেমটি। সমস্ত কাজ উইন্ডোজ সেভেন এর মত বাড়তি কিছু ফিচার ম্যাকের মত। তার মানে ম্যাক আর সেভেন মিক্স করেই এই অপারেটিং। যাক কথা কম কাজ বেশী। এক্ষুনি ডাউনলোড করে নিন যাদের ভাল লাগছে তারাই করুন। পরে ব্যবহার না করতে পারলে আমাকে বকাবকি কইরেন না। নিজের স্ব-ইচ্ছা হলে ব্যবহার করে দেখুন। সেট-আপ উইন্ডোজ সেভেন এর মত।

Information

Windows 7 Mac Orange Edition (x64) 2014
Name :- Windows Mac Orange 2014
size :- 4.30gb
Based OS :- Windows 7sp1 Ultimate
Architecture :- 64bit
Authurised :- TEAM OS
Activation :- use given Activater which Included with iso
Release Date :- 26/11/2014
Style :- Metro Style

……SiNGLE LiNK……
http://up4.im/g78o86hjhyj5
……700 MB SPLiT LiNKS……

ডাউনলোড লিঙ্ক নিয়ে কোন সমস্যা হলে জানাবেন। চেষ্টা করবো নতুন লিঙ্ক দেওয়ার। কিভাবে ডাউনলোড করবেন এক ঝলক কিছু স্ক্রিন পিকচার দেখে নিন,

এইবার আছি একটিভিশনে। কিভাবে একটিভ করবেন!!! চিন্তা নাই ঔষুধ দিচ্ছি।

এখানে কিল্ক করেন ফাইলটা নামিয়ে নিন।

 

এই ফাইলটা ওপেন করে কাজ করে ফেলুন উইন্ডোজ একটিভ হয়ে যাবে না পারলে জানাবেন ভাল করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর ফাইলটা ISO তাই পেনড্রাইভ বা ডিভিডি দিয়ে বুটেবল করে নিয়েন। বুটেবল নিয়ে অনেকেই অনেক পোষ্ট করছে তাই নতুন করে লিখলাম না। ধন্যবাদ সবাইকে ভাল থাকুন।
 

আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোন টিউনে আল্লাহ হাফেজ।

0 comments :

Post a Comment

সফিক গ্রাফিক্স
মেলান্দহ বাজার, জামালপুর।

 
How to Lose Weight at Home Top