আসসালামু আলাইকুম, সবাইকে আজকের একটি ব্যতিক্রম ধর্মী পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন আল্লাহ তায়ালার অশেষ রহমতে। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। মারাত্মক ঠান্ডা পড়তেছে আমাদের এখানে। গ্রামাঞ্চল তো, তাই ঠান্ডায় বারটা বাজিয়ে দিসে :) । যাক আজ আপনাদের জন্য একটি টিপস নিয়ে হাজির হলাম। আপনারা অনেকেই দেখেছেন দেখবেন আমাদের অনেক টিজের ওয়ালে অটোমেটিক ভাবে টিউনারপেজের পোষ্ট পাবলিশ হচ্ছে। যখনই টিউনারপেজে একটি নতুন পোষ্ট হয়, তখনই তাদের ওয়ালেও পোষ্ট হয়ে যায়। অনেকেই নিজে নিজে পারেন আবার অনেকেই আছেন পারেন না। যারা পারেন, পারলে তো কথাই নেই। যারা পারেন না, তারা এবার শিখে নিন ঝটপট :) আসুন শিখে নেই …

  • প্রথমে আপনার ফেইসবুক একাউন্ট লগইন করুন।
  • এবার এখানে যান
  • তাহলে নিচের মতো একটি পেজ আসবে।
https://www.facebook.com/unselected
  • এবার উপরের চিহ্নিত বাটনে ক্লিক করুন।
  • তাহলে নিচের মতো আসবে।
https://www.facebook.com/unselected
  • এবার উপরের চিহ্নিত বাটনে ক্লিক করুন। আমার একাউন্ট বাংলা তো তাই “অনুমতি দিন” দেখাচ্ছে। আপনাদের Access দেখাবে :)
  • তাহলে নিচের মতো আসবে।
https://www.facebook.com/unselected
  • এবার +Add Feed এ ক্লিক করুন।
  • তাহলে নিচের মতো আসবে।
https://www.facebook.com/unselected
  • এখানে Feed URL এ লিখুন http://www.tunerpage.com/feed তাহলে টিউনারপেজে নতুন পোষ্ট হলেই আপনার ওয়ালে চলে আসবে। আর যদি আপনি নির্দিষ্ট কোন টিজের পোষ্ট চান, যেমন আমার পোষ্টটের শুধু feed চাইলে লিখুন http://www.tunerpage.com/archives/author/nasima/feed তাহলে আমার পোষ্টগুলো শুধূ আসবে।
  • এবার উপরের Preview বাটনে ক্লিক করুন। তাহলে আ্পনাকে প্রিভিউ দেখাবে।
https://www.facebook.com/unselected
  • এবার Save বাটনে ক্লিক করে সেভ করুন।
  • এখন থেকে নতুন কোন পোষ্ট টিউনারপেজে আসার সাথে সাথেই আপনার ওয়ালে চলে যাবে :)
  • কারও কোন সমস্যা হলে মন্তব্য জানাবেন।

0 comments :

Post a Comment

সফিক গ্রাফিক্স
মেলান্দহ বাজার, জামালপুর।

 
How to Lose Weight at Home Top