আজ আমি আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি সেই পুরানো দিনের কম্পিউটারের
কিছু তথ্য নিয়ে । আপনে কি চিন্তা করতে পারেন যে আপনে আজ যে হার্ড ডিস্ক
ব্যবহার করছেন প্রথমে এটির ওজন কত ছিল । আপনে আজ যে ল্যাপটপ ব্যবহার করছেন
সেই ল্যাপটপের সাইজ কি ছিল । আপনে যে কম্পিউটার ব্যবহার করছেন সেই
কম্পিউটারেরই বা কি সাইজ ছিল । আসুন তাহলে আমরা সেই পুরানো দিনের মাঝে ফিরে
যাই । আপনি যে কম্পিউটার ব্যবহার করছেন সেটি এই অবস্থানের পিছনে কত
মানুষের অবদান আছে
কম্পিউটা হল এমন একটি যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ করতে পারে।
পরবর্তিতে
গননার কাজে বিভিন্ন কৌশল ও যন্ত্র ব্রবহার করে থাকলেও অ্যাবাকাস (Abacus)
নামক একটিপ্রাচীন গননা যন্ত্রকেই কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র হিসেবে
ধরা হয়। অর্থাৎ অ্যাবাকাস থেকেই কম্পিউটারের ইতিহাসের শুভযাত্রা।
অ্যাবাকাস ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গননা করার যন্ত্র।
খ্রিষ্ট পূর্ব ৪৫০/৫০০ অব্দে মিশরে/ চীনে গননা যন্ত্র জিসেবে অ্যাবাকাস
তৈরি হয়।
১৬১৬ সালে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার (John Napier) গণনা কাজে ছাপা বা দাগ কাটাকাটি/ দন্ড ব্যবহার করেন । এসব দন্ড নেপিয়ার (John Napier) এর অস্থি নামে পরিচিত।
১৬৪২ সারে ১৯ বছর বয়স্ক ফরাসি বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেল সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন। তিনি দাঁতযুক্ত চাকা বা গিয়ারের সাহায্যে যোগ বিয়োগ করার পদ্ধতি চালু করেন। ১৬৭১ সালের জার্মান গণিতবিদ হটফ্রাইড ভন লিবনিজ প্যাসকেলের যন্ত্রের ভিত্তিতে চাকা ও দন্ড ব্যবহার করে গণ ও ভাগের ক্ষমতাসম্পন্ন আরো উন্নত যান্ত্রিক ক্যালকুলেটর তেরি করেন।। তিনি যন্ত্রটির নামদেন রিকোনিং যন্ত্র (Rechoning Mechine)। যন্ত্রটি তত্ত্বগত দিক দিয়ে ভাল হলেও যান্ত্রিক আসুবিধার জন্য জনপ্রিয় হয়ে উঠেনি।
পরে ১৮২০ সালে টমাস ডি কোমার রিকোনিং যন্ত্রের অসুবিধা দূর করে লাইবানজের যন্ত্রকে জনপ্রিয় করে তোলেন। এর পর ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের আধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮২৩ সালে ডিফারেন্স ইঞ্জিন (Difference Engine) বা বিয়োগফল ভিত্তিক গননার যন্ত্র উদ্ভাবন করেন। একটু সহজ করে বলা যায় – কম্পিউটার (computer) শব্দটি গ্রিক কম্পিউট(compute)শব্দ থেকে এসেছে। compute শব্দের অর্থ হিসাব বা গণনা করা।আর computer শব্দের অর্থ গণনাকারী যন্ত্র।কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্যগ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্হাপন করে। দেশে প্রথম কম্পিউটার আসে ১৯৬৪ সালে।
ফেব্রুয়ারী 1946, বিশ্বের প্রথম কম্পিউটার ENIAC. J. Presper Eckert and John Mauchly . এটির উন্নয়ন সাধন করেন







মজার হচ্ছে কি জানেন প্রথম কম্পিউটার , ENIAC তৈরির প্রায় তিন বছর পর্যন্ত তার আবিস্কার কেন্দ্র University of Pennsylvania’s Moore




নামক একটি কোম্পানি !




কম্পিউটা হল এমন একটি যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ করতে পারে।
যদিও কম্পিউটারের যান্ত্রিক উদাহরণ মানব
ইতিহাসে সংরক্ষিত রয়েছে, প্রথম ইলেকট্রনিক কম্পিউটার মধ্য বিংশ শতাব্দীতে
তৈরি করা হয়েছিল (১৯৪০–১৯৪৫)।
এমন একটি যন্ত্রের নির্মাণ ও ব্যবহারের ধারণা
(যা কেবলমাত্র যান্ত্রিকভাবে, মানে যেকোনও রকম বুদ্ধিমত্তা ব্যতিরেকে,
গাণিতিক হিসাব করতে পারে) প্রথম সোচ্চার ভাবে প্রচার করেন চার্লস
ব্যাবেজ,যদিও তার জীবদ্দশায় তিনি এর প্রয়োগ দেখে যেতে পারেননি।
কম্পিউটার বিজ্ঞানের সত্যিকার সূচনা হয় অ্যালান টুরিং এর প্রথমে
তাত্ত্বিক ও পরে ব্যবহারিক গবেষণার মাধ্যমে। বর্তমান প্রযুক্তিতে
কম্পিউটারের অবদানের অন্তরালে রয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ নিরলস
পরিশ্রম, উদ্ভাবনী শক্তি ও গবেষনা স্বাক্ষর। প্রগৈতিহাসিক যুগে গননার
যন্ত্র উদ্ভাবিত বিভিন্ন কৌশল/ প্রচেষ্টাকে কম্পিউটার ইতিহাস বলাযায়।
প্রাচীন কালে মানুষ সংখ্যা বুঝানোর জন্য ঝিনুক, নুড়ি, দড়ির গিট ইত্যাদি
ব্যবহার করত।
১৬১৬ সালে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার (John Napier) গণনা কাজে ছাপা বা দাগ কাটাকাটি/ দন্ড ব্যবহার করেন । এসব দন্ড নেপিয়ার (John Napier) এর অস্থি নামে পরিচিত।
১৬৪২ সারে ১৯ বছর বয়স্ক ফরাসি বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেল সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন। তিনি দাঁতযুক্ত চাকা বা গিয়ারের সাহায্যে যোগ বিয়োগ করার পদ্ধতি চালু করেন। ১৬৭১ সালের জার্মান গণিতবিদ হটফ্রাইড ভন লিবনিজ প্যাসকেলের যন্ত্রের ভিত্তিতে চাকা ও দন্ড ব্যবহার করে গণ ও ভাগের ক্ষমতাসম্পন্ন আরো উন্নত যান্ত্রিক ক্যালকুলেটর তেরি করেন।। তিনি যন্ত্রটির নামদেন রিকোনিং যন্ত্র (Rechoning Mechine)। যন্ত্রটি তত্ত্বগত দিক দিয়ে ভাল হলেও যান্ত্রিক আসুবিধার জন্য জনপ্রিয় হয়ে উঠেনি।
পরে ১৮২০ সালে টমাস ডি কোমার রিকোনিং যন্ত্রের অসুবিধা দূর করে লাইবানজের যন্ত্রকে জনপ্রিয় করে তোলেন। এর পর ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের আধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮২৩ সালে ডিফারেন্স ইঞ্জিন (Difference Engine) বা বিয়োগফল ভিত্তিক গননার যন্ত্র উদ্ভাবন করেন। একটু সহজ করে বলা যায় – কম্পিউটার (computer) শব্দটি গ্রিক কম্পিউট(compute)শব্দ থেকে এসেছে। compute শব্দের অর্থ হিসাব বা গণনা করা।আর computer শব্দের অর্থ গণনাকারী যন্ত্র।কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্যগ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্হাপন করে। দেশে প্রথম কম্পিউটার আসে ১৯৬৪ সালে।
কম্পিউটার প্রযুক্তির প্রথম কম্পিউটার
ফেব্রুয়ারী 1946, বিশ্বের প্রথম কম্পিউটার ENIAC. J. Presper Eckert and John Mauchly . এটির উন্নয়ন সাধন করেন

John
Mauchly, an American physicist, and J. Presper Eckert, an American
engineer, proposed an electronic digital computer, called the Electronic
Numerical Integrator And Computer (ENIAC),

এটি তৈরির জন্য দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় আমেরিকান সামরিক বাহিনী ৪ মিলিয়ন ডলার খরচ করেন !

এটি হচ্ছে রাশিয়ার কম্পিউটার সিস্টেমের প্রথম ধাপ
এটি হচ্ছে অস্ট্রেলিয়া প্রথম কম্পিউটার সিস্টেম ! এটি তৈরি করে Council of Scientific and Industrial Research

Classic computer systems এটির আয়তন একটি বৃহৎ আকৃতির রুমের সাইজ । চিন্তা করতে পারেন
তখনকার কম্পিউটার সাইজ কি বিশাল ছিল !!!

একটিcomplex workstation. এটি তৈরি কারক প্রতিষ্ঠান হচ্ছে Norwegian American computer .
আর এটির আবিস্কারক হচ্ছেন Doctor Gene Amdahl এটি তিনি ১৯৭৫ সালে তৈরি করেন ।

এটি দ্বারাই apple প্রথম মার্কেটে কম্পিউটারের প্রচলন শুরু করে
আসলেই অবাক হবার কথা ।

মজার হচ্ছে কি জানেন প্রথম কম্পিউটার , ENIAC তৈরির প্রায় তিন বছর পর্যন্ত তার আবিস্কার কেন্দ্র University of Pennsylvania’s Moore
School of Electrical Engineering বিশ্ববিদ্যালয়ে ছিল তাদের গবেষণার জন্য ।ENIAC ছিল 17,468 vacuum tubes, 70,000
resistors, 10,000 capacitors, , 6,000 manual switches and 5 millionsoldered joints . Costing $480,000, ENIAC এর
floor space ছিল 1,800 square feet and the weight of 30 tons.
হার্ড ডিস্ক
চিন্তা করে দেখুন এখনও যদি আমাদের এই হার্ডডিস্ক ব্যবহার করতে হত তাহলে আমরা কি বিপদেই না পড়তাম !
১৯৫৬ সাল – এটি মাত্র ৫ মেগার হার্ড ডিস্ক

১৯৭৯ সালে প্রথম তৈরি হয় ২৫০ মেগার হার্ডডিস্ক ।

১৯৮০ সালে প্রথম মেগা থেকে গিগায় প্রবেশ করার সৌভাগ্য অর্জন করি । এটি হচ্ছে মাত্র ২.৫ G.B

এখন আমরা দেখতে পাচ্ছি ১৯৮০ থেকে ২০১১ সাল পর্যন্ত হার্ড ডিস্ক সমূহ
কম্পিউটার জগৎ এর প্রথম ল্যাপটপ

1st portable computer
এটি হচ্ছে প্রথম portable কম্পিউটার । এটি তৈরি হয় ১৯৭৫ সালে । জানেন এটির ওজন ছিল মাত্র ২৫ কেজি:P । এটি তৈরি করে Osborne
নামক একটি কোম্পানি !
প্রথম আবিস্কৃত ল্যাপটপ
এটি হচ্ছে কম্পিউটার জগতের প্রথম ল্যাপটপ । এটির নাম দেয়া হয় GRiD । এটি ১৯৭৯ সালে ডিজাইন করেন ব্রিটিশ শিল্প ডিজাইনার
Bill Moggridge । এটিতে ইন্টেল প্রসেসর ব্যবহার করা হয় । এটির ওজন ছিল মাত্র ৫ কেজি । এটি প্রধানত ব্যবহার করতেন নাসা এবং সামরিক
বাহিনীর উচ্চ পদস্ত কর্মী গন ।

প্রথম IBM পিসি
এটি হচ্ছে প্রথম IBM পিসি । ব্যাক্তিগত কম্পিউটার হিসেবে এটি প্রথম মার্কেটে ছাড়া হয় ১৯৮১ সালে । এটি চালু হয় IBM5150 নামে । এটি তে
ব্যবহার করা হয় .Intel 8088 processor, 64 KB of RAM (extendible to 256 KB), a floppy disk drive. এটি 10 MB hard disk
drive ব্যবহার করা হয় ।

প্রথম Apple কম্পিউটার
apple এর নিজের তৈরি প্রথম কম্পিউটার । এটি ডিজাইন এবং উন্নয়নের কাজ করেন Steve Wozniak . তখনকার সময় এটির মূল্য ছিল
$ 666,66 .
কম্পিউটার জগতের প্রথম র্যাম
এটি হচ্ছে কম্পিউটার জগতের প্রথম র্যাম( random access memory ) । এটি ১৯৫১ সালে উদ্ভাবন করে Harvard University’s
Computation Lab . এটি উদ্ভাবন করে Jay Wright Forrester .

Jay Wright Forrester .
Born: July 14, 1918 (age 94), Nebraska
Education: Massachusetts Institute of Technology
Books: Industrial Dynamics, Forrester

মানুষের তৈরি প্রথম লেজার প্রিন্টার
এটি আবিস্কার করেন ১৯৬৯সালে Gary Starkweather . এটির XEROX কোম্পানির প্রথম তৈরি করেন । এটি বাণিজ্যিক ভাবে ছাড়া হয় ১৯৭৬
সালে । আপনি কি চিন্তা করতে পারেন এখন যদি এই প্রিন্টার আমাদের ব্যবহার করতে হত তাহলে আমরা কি সমস্যাই না পড়তাম ।
The first web server was a NeXT workstation that Tim Berners-Lee used when he invented the World Wide Web at
CERN. The first web page was put online on August 6, 1991.
0 comments :
Post a Comment
সফিক গ্রাফিক্স
মেলান্দহ বাজার, জামালপুর।