গুগল সার্চের পাঁচটি কৌশল 

ইন্টারেনেট জগতে সবচেয়ে বেশি জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। কোনো তথ্য খুঁজতে হলে গুগল এখন অনেকের ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। সুই থেকে রাষ্ট্রপ্রধান কিংবা মঙ্গলের তথ্য জানতেও এখন সবার আগে গুগলের দারস্থ হয় সবাই। প্রতিদিন বিভিন্ন তথ্য, ইবুক, সফটওয়্যার, গান, ভিডিও ইত্যাদি খোঁজার জন্য এ টেক জায়ান্টের সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়। তবে লাখো তথ্যের মধ্যে সার্চ করে সঠিক তথ্যটি পেতে অনেক সময়ের প্রয়োজন হয়। এ জন্য কিছু ট্রিকস জানা থাকলে খুব সহজে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে সহজে এবং কম সময়ে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যায়। দেখে নিন সার্চ করার জন্য কিছু ট্রিক্স। মিডিয়াফায়ারের ফাইল সার্চ : মিডিয়াফায়ারের ফাইল সার্চ করতে প্রথম Site:Mediafire.com লিখতে হবে। তারপর স্পেস দিয়ে ফাইল টাইপের নাম লিখতে হবে (যেমন; mp3, zip ইত্যাদি) (একাধিক টাইপের ফাইল সার্চ করতে চাইলে নিচের উদাহরন লক্ষ্যনীয়) স্পেস দিয়ে যা সার্চ করতে চান তা লিখতে হবে। উদাহরণ স্বরূপ: যদি মিডিয়াফায়ার থেকে জেমসের কোন গান সার্চ করতে চাচ্ছেন তাহলে লিখতে হবে, Site:mediafire.com Mp3|wma|aac|wav “james”
এভাবে যদি ভিডিও সার্চ করতে চান তাহলে ফাইল টাইপের জায়গায় লিখতে হবে,
asf|rm|avi|mp4|wmv|flv
জিপ ফাইল সার্চ করতে হলে,
zip|rar|7zip|tar
এপ্লিকেসনের জন্য লিখতে হবে,
exe
আর ইবুক এর জন্য লিখতে হবে,
pdf
এ পদ্ধতিতে অন্যান্য সাইটে থেকেও কোনো  ফাইল ডাউনলোড করা যাবে। শুধু mediafire এর জায়গায় যে সাইট থেকে ডাউনলোড করতে চান সেই সাইটের নাম দিতে হবে।
গান সার্চ :
গুগল সার্চ দিয়ে চাইলে বিভিন্ন ওয়েবসাইটের ইনডেক্স থেকে গান ডাউনলোড করা যায়। এ জন্য সার্চের শুরুতে intitle:”index.of” লিখে তারপর ফাইল টাইপের নাম লিখবেন স্পেস গানের/ব্যান্ডের/শিল্পীর নাম লিখতে হবে।
যেমন জেমস গান ডাউনলোড করতে চাচ্ছেন তাহলে লিখতে হবে।
intitle:”index.of”(mp3|mp4|avi) “james”

ই-বুক সার্চ :
গুগল দিয়ে ই-বুক সার্চ করাও খুব সহজ।
ই-বুক সার্চের জন্য প্রথম বইয়ের নাম লিখতে হবে। তারপর স্পেস দিয়ে filetype:pdf লিখতে হবে। যেমন: himu filetype:pdf
এভাবে সার্চ দিলে বিভিন্ন সাইটে থাকা ই-বুকগুলো সহজেই খুঁজে পাওয়া যাবে।

সিরিয়াল কি সার্চ :
নেট থেকে কোনো ফ্রি সফটওয়্যার ডাউনলোড করলে অনেক সময়ই দেখা যায় তা ট্রায়াল ভার্সনে থাকে। ডাউনলোড করা সফটওয়্যারটি এক্টিভেট রাখতে হলে প্রয়োজন পরে সিরিয়াল কি। গুগল দিয়ে এই সিরিয়াল কি খুব সহজেই খুঁজে বের করা যায়।
সিরিয়াল কির জন্য সার্চের শুরুতে 94fbr কোডটি লিখে স্পেস দিয়ে যে সফটয়্যারটির সিরিয়াল কি চান তার নাম লিখতে হবে। যেমন: 94fbr ESET
ক্র্যাক, কিজেন সার্চ
অনেক সময় সফটওয়্যারের সিরিয়াল কি খুঁজে পাওয়া যায় না । তখন ক্র্যাক বা কিজেনের প্রয়োজন পরে। গুগল সার্চ দিয়ে এগুলো খুঁজে পাওয়া যাবে খুব সাধারণ পদ্ধতি অনুসরন করে ।
এজন্য প্রথমে যে সফটওয়্যারের ক্র্যাক চান তার নাম লিখতে হবে। তারপর স্পেস দিয়ে FBR94 কোডটি লিখতে হবে।
যেমন আইডিএম এর ক্র্যাক খুঁজতে হল idm FBR94 লিখতে হবে।

0 comments :

Post a Comment

সফিক গ্রাফিক্স
মেলান্দহ বাজার, জামালপুর।

 
How to Lose Weight at Home Top