হীরা আর স্বর্ণ দিয়ে বানানো হবে আইফোন ৫। 

আসসালা-মু-য়াআলাইকুম কেমন আছেন আপনারা ?
আপনাদের জন্য জটিল একটা খবর নিয়া আসলাম ,
খবর টা হল হীরা আর স্বর্ণ দিয়ে বানান হবে এপলের আইফোন ৫।
11-gold-011012
যুক্তরাজ্যের স্টুয়ার্ট হিউজ নতুন একটি আইফোনের নকশা
করেছেন যা দুনিয়ার সবচেয়ে দামি মোবাইল বলে জানায় অ্যাপেল।
এ আইফোন ৫ টিতে থাকবে ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো কাঠামো
আর দুর্লভ কালো হীরার বোতাম যুক্ত।
2013-04-15-06-02-43-516b980313f16-iphone5
স্টুয়ার্ট এর মতে কালো হীরা যুক্ত এই আইফোন ৫iphone-2টিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি স্মার্টফোন।
আধুনিক মোবাইলের নকশাবিদ স্টুয়ার্ট হিউজ মূলত দামি প্রযুক্তিপণ্যের
নকশা করার জন্যই বিখ্যাত।
iPhone-5-AnyStyle-gold-BGR-001
এর ২বছর আগে হীরা, দামি রত্ন ও
ডাইনোসরের হাড় দিয়ে আইপ্যাড ২ এর একটি নকশা করেছিলেন।
আইফোন ৫ এর মূল্য ১৭ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার ।
Gold-iPhone-5-Debuted-A
স্টুয়ার্ট বর্তমান বিশ্বের সবচেয়ে দামি মোবাইল হিসেবে দাবি করেন
এই গোল্ডেন আইফোন ৫।
złoty-iPhone
স্টুয়ারট স্মার্টফোনটি ২৪ ক্যারেটের সোনায় মুড়তে দুই মাসের বে
শি সময় লেগেছে।এ গোল্ডেন আইফোন ৫
article-0-153F50CC000005DC-866_634x817 -এর হোম বাটনটিতে সংযুক্ত
করা হয়েছে ২৬ ক্যারেটের কালো হীরা আর পুরো আইফোন ৫ জুড়ে
আরও ৬০০ টি সাদা হীরা দেওয়া হয়েছে। আইফোন ৫ টির ডিসপ্লে
তৈরি হয়েছে মূল্যবান খনিজ পদার্থ স্যাফায়ার{s2o} ব্যবহার করে।
Gadget-lovers-can-dish-out-17000-AED-4628-for-the-yellow-gold-and-black-iPhone-5-model.
পেছনে অ্যাপলের লোগোটিকে সাজাতে ৫৩ টি হীরা ব্যবহার করা হয়।
তবে এই মডেলের আইফোন ৫ বাজারে আনার চিন্তা নেই অ্যাপলের।
আইফোন ৫ এ ব্যবহার ক্রীত কালো হীরা দুর্লভ। কালো হীরা টি চিনের
একজন কোটিপতির সংগ্রহে ছিল তিনি এ কালো হীরার যোগান দেন।
মুলত তার জন্যই নকসা করা হয় এই মোবাইলের।
আইফোন ৫ এর ভিডিও এখানে
খবর সমুহ
Gold iPhone 5
24ct gold iphone 5
gold iphone | Tumblr
Apple iPhone 5 Accessories: Change The Color Of Your iPhone Or …

0 comments :

Post a Comment

সফিক গ্রাফিক্স
মেলান্দহ বাজার, জামালপুর।

 
How to Lose Weight at Home Top